Enjoy Free Shipping On Order Above BDT 1500

ত্বক সুন্দর রাখতে মধুর কোনো বিকল্প নেই | Honey For Skin

mangrofy honey

খাবারের পাশাপাশি রূপচর্চায় এবং বিশেষ করে ত্বক সুন্দর রাখতে মধু বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে। মধু শুধু স্বাস্থ্যের জন্যই নয় বরং ত্বকের জন্যও খুবই উপকারী। ত্বক ও চুলের যত্নে মধু অতুলনীয়। তবে অনেকেরই জানা নেই মধু ব্যবহারের সঠিক নিয়ম।
মধু রোদে পড়া ট্যান থেকে শুরু করে নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা পালন করে। তাই আপনি আপনার রূপচর্চার নিয়মিত রুটিনের অংশ করতে পারেন মধু। মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, এবং কালচে ভাব দূর করে। এ ছাড়া ব্রণের জীবাণু ধংস করতে মধু বেশ কার্যকর। তাই খুব কম সময়েই উজ্জ্বলতা এবং ত্বক সুন্দর রাখতে মধুর কোনো বিকল্প নেই। দীর্ঘসময় ত্বকের নমনীয়তা ধরে রাখতে নিয়মিত ১ টেবিল-চামচ পরিমাণ মধু পরিষ্কার ও শুষ্ক ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট পরে কুসুমগরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বক হবে কোমল ও মসৃণ। মধুতে আছে এনজাইম যা ত্বক ও লোমকূপের গভীরে জমে থাকা ময়লা পরিষ্কার করে। বিভিন্ন কারণে আমাদের ত্বকে দাগ হতে পারে যা ত্বকের সৌন্দর্য নষ্ট করে। মধু দাগ উঠিয়ে ত্বকে করে উজ্জ্বল। মধুর ভেতরে থাকা অ্যান্টিইনফ্ল্যামটরিঅ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের কালো দাগ কমাতে এবং টিস্যু পুনর্গঠন করতে বেশ কার্যকর।
এছাড়া চুল প্রাকৃতিকভাবে হাইলাইটস বা কালার করতে মধু ব্যবহার করতে পারেন।  চুল কতটা লম্বা সে অনুযায়ী মধু নিন এবং এতে টক দই দয়ে মিশ্রণ তৈরি করুন, যাতে মধুর আঠালো ভাবটা দূর হয়। এবার চুলের যে জায়গা হাইলাইট করতে চান, সেখানে মিশ্রণটি ভালোভাবে লাগান এবং ২ ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন। একটানা পর পর চার দিন লাগান এবং আপনার চুলকে করে তুলুন আরো আকর্ষণীয় ।

বিশেষ সতর্কতা
★অন্য কোনো উপকরণ ছাড়া সরাসরি মধু রূপচর্চা বা ত্বক সুন্দর রাখতে ব্যবহার করবেন না।
★মধুতে অ্যালার্জি থাকলে অবশ্যই তা পরিহার করুন।
★ভেজাল মধু থেকে দূরে থাকুন, ভেজাল মধুতে বিভিন্ন রকম কেমিক্যাল থাকতে পারে যা ত্বক এবং শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
এজন্য সবসময় ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে মধু সংগ্রহ করুন। এক্ষেত্রে আপনি আমাদের Mangrofy এর উপর ভরসা করতে পারেন।

 

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop